
নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের (বর্ষবরণ) অনুষ্ঠানের মঞ্চে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে বলা হয়েছে, বর্ষবরণ অনুষ্ঠানে যুবদল নেতা কামাল হোসেন ও তার অনুসারীরা মঞ্চে উঠে শিল্পীদের নামিয়ে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের লাঞ্ছিত করেন। এ সময় তারা অনুষ্ঠানস্থলের ব্যানারও ছিঁড়ে ফেলেন, যার ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
এ ঘটনায় আটপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে আটপাড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা (মামলা নম্বর: ১০/১৫.০৪.২০২৫) দায়ের করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে রবিবার (২০ এপ্রিল) তাকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর