
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ২০২৫ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এছাড়াও একই অনুষ্ঠানে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান খানকে শ্রেষ্ঠ এসআই, এসআই মো. আমিনুল ইসলামকে শ্রেষ্ঠ বিট অফিসার এবং এএসআই মো. ফারুক আহমেদকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর