
নদী ভাঙন রোধে নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের একটি ইউনিয়নের সাধারণ মানুষ। এ মানবিক উদ্যোগে ফতেপুর ইউনিয়ন বিএনপির সঙ্গে পরে উপজেলা বিএনপিও আর্থিকভাবে যুক্ত হয়।
রবিবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের ফতেপুর ইউনিয়নের থলপাড়া ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীর ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ফেলে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে থলপাড়া ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীতে বর্ষাকালে ভাঙন দেখা দেয়। এতে ব্রিজটিও হুমকির মুখে পড়ে। চলতি বছরও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়। বিষয়টি নজরে আসার পর থলপাড়া গ্রামের সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলতে শুরু করেন। পরে এই উদ্যোগে আর্থিক সহায়তা নিয়ে যুক্ত হয় ইউনিয়ন এবং উপজেলা বিএনপি।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল খান জানান, নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ২ হাজার জিও ব্যাগ ফেলার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ।
সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “নদীভাঙন রোধে থলপাড়াবাসীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্থানীয় বিএনপি এই কাজে যুক্ত হয়ে আরও শক্তিশালী করেছে। আমরা বিশ্বাস করি, জনগণের প্রয়োজনে দলীয় রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এগিয়ে আসা উচিত।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর