
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন (৫৫) নামে পাট গবেষণা কেন্দ্রের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চান্দিনা উপজেলা সদরের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন চান্দিনা উপজেলার রারিরচর এলাকার বাসিন্দা। তিনি উক্ত গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা ছিল। দায়িত্ব পালনকালে বিকেল সাড়ে ৩টার দিকে একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, “আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি।”
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “সংশ্লিষ্ট দপ্তর থেকে আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে বিষয়টি এখন জেনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর