
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে তাদের হাতে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার কামারখোলা এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল রাত ১১টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে একনলা একটি বন্দুক, দুই রাউন্ড তাজা ও একটি ফাঁকা কার্তুজসহ মো. শাজাহান মোল্লা (৪৮) নামে একজনকে আটক করা হয়।
এরপর ২০ এপ্রিল রাত ৩টায় বাগেরহাটের নলিয়ান ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা থেকে করিম শরীফ বাহিনীর আরেক সদস্য মো. সুমন হাওলাদার (৩০)-কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা, চাঁদাবাজি এবং অস্ত্র-রসদ সরবরাহে সহায়তা করে আসছিল।
এছাড়া ২০ এপ্রিল ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা থেকে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়। তারা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭)। জানা যায়, ৮ এপ্রিল থেকে তারা জিম্মি অবস্থায় ছিল।
আটক শাজাহান মোল্লা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা এবং সুমন হাওলাদার বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর