
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের যৌথখামার সরকারি বিদ্যালয়ের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বিদ্যালয়ের প্রবেশপথের পাশে ঝোপের মধ্যে অস্ত্র ও গুলি পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জিডি মূলে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর