
রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনার জেরে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ মোশারফ (২৩) হত্যার প্রতিবাদে রবিবার (২০ এপ্রিল) রাতে তিতুমীর কলেজে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে বনানীর স্টার টাওয়ারের সামনে কিছু সন্ত্রাসী পারভেজকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রবিবার রাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মামুন চত্বর ঘুরে ক্যাম্পাসের মূল ফটকে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘তিতুমীরের পক্ষ থেকে ধিক্কার ধিক্কার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, “আমরা চাই, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদভাবে চলাফেরা করতে পারে। সেই ভয়ের সংস্কৃতিকে ভেঙে দিতে চাই। আমরা চাই, এমন ঘটনা যেন আর না ঘটে, যেখানে একজন শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে আসতে পারবে না।”
আরেক শিক্ষার্থী বলেন, “তিতুমীরের শিক্ষার্থীরা অত্যন্ত ব্যথিত। ২০২৪ পরবর্তী সময়ে প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষার্থীকে হত্যার ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। আমরা মনে করেছিলাম, এই সময়টাতে সবাই নির্ভয়ে কথা বলতে পারবে, কিন্তু এই ঘটনা আমাদের সেই ধারণাকে তছনছ করে দিয়েছে। শুনেছি, ৭–৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, যদি কেউ প্রকৃত অপরাধী হয়, নারী শিক্ষার্থী হলেও তাকে আইনের আওতায় আনতে হবে।”
বিক্ষোভের মাধ্যমে শিক্ষার্থীরা পারভেজ হত্যার বিচার দাবি করেন এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে সোচ্চার হন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর