
কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মোঃ রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিন উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে এবং ওই এলাকার ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় রবিন মেম্বারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা মুখে কালো কাপড় বেঁধে এবং আইসিটি ট্রাইবুনালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে একটি ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, যুবলীগ নেতা রবিনের বিরুদ্ধে রয়েছে এলাকার নিরীহ লোকজনের জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা চালানোর অভিযোগ। তাদের দাবি, যুবলীগের প্রভাবে রবিন প্রচুর টাকা কামিয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিন মেম্বারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। রবিনকে সোমবার (২১ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, রোববার (২০ এপ্রিল) বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের ভিডিওটি শেয়ার করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর