
টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডের রফিক রাজু স্কুলের পূর্ব দিকের সড়কে একটি বাসায় অভিযান চালায়।
এ সময় হারুন ওই বাসায় ভাড়া থাকতেন। অভিযানকালে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মাদক কারবারি হারুন সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর