
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালকপুত্র মইনুল হোসেন বিপ্লব এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তির বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সম্পদের মধ্যে প্রায় সোয়া ১২ কোটি টাকার বৈধ কোনো উৎস না থাকায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে কমিশন।
রোববার (২০ এপ্রিল) ভোলা বিশেষ জজ আদালতে এ দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক খোন্দকার কামরুজ্জামান।
সূত্র জানায়, বিপ্লবের মালিকানায় রাজধানীর বনানীতে বাড়ি-ফ্ল্যাটসহ ১৩ কোটি ৬ লাখ ৮৯ হাজার টাকার সম্পদ এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ও ব্যাংক স্থায়ী আমানতসহ আরও ২০ কোটি ৬৩ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে ৩৩ কোটি ৭০ লাখ ৩৮ হাজার টাকার সম্পদ থাকলেও বৈধ আয়ের হিসাব মেলেনি ১১ কোটি ৭৫ লাখ টাকার।
তদন্তে দেখা গেছে, বিপ্লব তার আয়কর নথিতে বিভিন্ন সময়ে মাছচাষ, রেমিট্যান্স, গাড়ি বিক্রি ও ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে ২৯ কোটির বেশি টাকার আয় দেখান। তবে দুদকের অনুসন্ধানে এসব তথ্য ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
একইভাবে বিপ্লবের স্ত্রী ইসরাত জাহান বিন্তির নামে পাওয়া গেছে ৩৯ লাখ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য।
দুদক জানায়, অভিযুক্তরা একাধিকবার নোটিশ পাওয়ার পরও এসব সম্পদের উৎসের পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারেননি।
বিপ্লব আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের বড় ভাই আলী আশরাফের ছেলে। সন্তান না থাকায় তোফায়েল ছোটবেলা থেকে বিপ্লবকে নিজ সন্তান হিসেবে লালন-পালন করেন এবং পরে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও তাকে দেন।
তবে স্থানীয় রাজনৈতিক নেতাদের অভিযোগ, তোফায়েলের প্রভাবে ক্ষমতার অপব্যবহার করে বিপ্লব একসময় ভোলা জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পৌরসভা, এলজিইডি, গণপূর্ত, ফ্যাসিলিটিজসহ নানা দপ্তরে প্রভাব বিস্তার করে নানা প্রকল্পে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, “এটি হচ্ছে আওয়ামী লীগ আমলে ভোলায় চলা বেপরোয়া লুটপাটের একটি উদাহরণ মাত্র। আমার ধারণা, বিপ্লবের আরও অনেক সম্পদ রয়েছে যা এখনো তদন্তে প্রকাশ পায়নি। এর পেছনে মূল ভূমিকা পালন করেছেন তার পালক পিতা তোফায়েল আহমেদ।”
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে মইনুল হোসেন বিপ্লব পলাতক রয়েছেন। তার স্ত্রী বিন্তিও আত্মগোপনে আছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর