
টানা দুইবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ভারসাম্য আনতে চায় দলটি।
আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি। এছাড়া অর্থ ও আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবে, এমন সুপারিশ দলটির।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ২২ এপ্রিল আবারও বসবেন তারা।
জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জনআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিলো জাতীয় ঐক্যমত কমিশন। রাষ্ট্র সংস্কারে কমিশন স্প্রেডশিটে ১৬৬টি সংস্কারের সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলো সাথে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সংবিধান, নির্বাচন কমিশনের মত ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা বিষয়ে ভিন্ন মত নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি। সেসব নিয়েই দ্বিতীয় দফায় রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি।
আলোচনার অগ্রগতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে এসেছে বিএনপি। আরো জানান, নির্বাচনে প্রার্থীর বয়স ন্যুনতম ২১ করার পক্ষে নয় তার দল।
২য় পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একই জায়গায় আবারও আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওপর জোর দেয় বিএনপি। স্থানীয় সরকার স্বায়ত্তশাসন সংবিধানের মাধ্যমে নয়, আইনের মাধ্যমে করা উচিৎ।
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিক থাকবে না, এ ব্যাপারে বিএনপি একমত বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর