
ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার মধ্য দিয়ে গঠিত হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রসায়ন এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নিয়মিত কমিটি। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে রসায়ন বিভাগের ১ম ব্যাচ থেকে ৪৮তম ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক সূর্য নারায়ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এম এম শফিউদ্দিন এবং রসায়ন বিভাগের সাবেক প্রধান প্রফেসর অম্লান কুসুম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র অধ্যক্ষ ইয়াকুব আলী, অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার, অধ্যাপক ফৌজিয়া রহমানসহ অন্যান্য বিশিষ্ট এলামনাই সদস্যরা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রয়াত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর স্মৃতিচারণ ও মতবিনিময় পর্বে প্রাক্তনরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
অনুষ্ঠানের শেষ অংশে ৪ সদস্যবিশিষ্ট নির্বাচন প্যানেল নতুন নিয়মিত কমিটি ঘোষণা করে এবং পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
ঘোষিত নতুন আংশিক কমিটি:
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আনন্দঘন এ আয়োজন দুপুরের খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে শেষ হয়।
সর্বশেষ খবর