
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব উচনা সীমান্তে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন।
অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় GOAT POX VACCINE ৩৩৭ পিস, STERILE DILUENT ১৯১ পিস ও SC STAR মদ ৩৮ পিস (জুস প্যাকেট)। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ্য টাকা বিজিবি সূত্রে জানা যায়।
বিজিবি হাটখোলা ক্যাম্প কমান্ডার মো. সাইদুর বারী বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা সীমান্ত পার করে দেশের ভিতর নেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, পূর্ব উচনা সীমান্তের মাঠের মধ্যে মেইন পিলার ২৮১/৩৫ এসের আনুমানিক ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর