
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার ১ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) বরগুনা জেলা শাখা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস এর সম্মান করতে হবে।
কারণ আমরা কোর্সের পাশাপাশি কর্মরত নার্সদের পাশাপাশি আমরা শিক্ষার্থীরা জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছি। তার বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না। যতক্ষণে আমাদের এই এক দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণে আমরা হাসপাতালে রোগীদের সেবায় যাচ্ছি না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর