
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সেচ পাম্প নিয়ে কায়সার ইমরান বাবুলের সঙ্গে তার আপন ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজারা বাবুলের ওপর হামলা চালায়। তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী বাদী হয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুরে ছয়জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর