
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবু সাইদ শেখের ছেলে।
এ ঘটনায় নিহত কামাল শেখের ফুফাতো ভাই রাজু গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য মুকুল শিকদার জানান, সোমবার সকালে খালকুলা গ্রামে পাটক্ষেতে কাজ করছিলো মামাতো-ফুফাতো ভাই কামাল ও রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে ঘটনাস্থলে কামাল মারা যায় আর গুরুতর আহত হয় রাজু।
বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর