
বিশ্ব ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম জর্জ মারিও বারগোলিও। ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ নির্বাচিত হন। তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, “সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ‘পিতার ঘরে’ ফিরে গেছেন।”
কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের পবিত্র পিতা প্রয়াত হয়েছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় উৎসর্গিত। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে বিশ্বাস, সাহস ও নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে গসপেলের মূল্যবোধে বাঁচতে হয়, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে।”
তিনি আরও বলেন, “যিশু খ্রিস্টের একজন প্রকৃত শিষ্য হিসেবে তার জীবনকে আমরা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি। তার আত্মাকে অসীম করুণাময় ঈশ্বরের কাছে সমর্পণ করছি।”
সর্বশেষ খবর