
খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফ'র গোপন আস্তানার সন্ধান পেয়েছে অভিযানিক দল।
এসময় আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, চাঁদার রশিদ, ইউনিফর্ম, নানান দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার অস্থায়ী গোপন আস্তানা ছিল এটি। অভিযান টের পেয়ে তারা আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
সোমবার (২১ এপ্রিল) অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধানে ভোর ৫টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় যৌথবাহিনী অভিযান চালালে ইউপিডিএফ’র এ গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে ভাইবোনছড়ার পূর্ণ চন্দ্র কারবারি পাড়া অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় অন্যান্য সাধারণ ঘরের মতোই একটি ঘর দেখতে পান তারা। কিন্তু ঘরের দরজায় তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় এবং পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙ্গে ঘর তল্লাশি চালানো হয়। এতে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, চাঁদার রশিদ, ইউনিফর্ম, বই, ল্যাপটপ, মোবাইল, ইউনিফর্মসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়।
পূর্ণ চন্দ্র পাড়ার কারবারি জানায় 'এটি ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমার একটি অস্থায়ী গোপন আস্তানা। এটি বাহির থেকে দেখতে অন্যান্য সাধারণ ঘরের মতোই। কিন্তু ভিতরে তারা কার্যক্রম চালাত।'
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে অপহৃত শিক্ষার্থীরা বিঝু উপলক্ষ্যে বন্ধুদের সাথে রাংগামাটির বাঘাইছড়ি বেড়াতে যান। সেখান থেকে গত মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে তারা দীঘিনালা হয়ে খাগড়াছড়ি আসেন। পরে গাড়ির টিকিট না পাওয়ায় তারা শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এলাকায় বন্ধুর বাসায় রাত্রি যাপন করেন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৭টার গাড়ির উদ্দেশ্যে তারা অটোরিকশা টমটমে করে জেলা সদরের গিরিফুল নামক এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য রিশান চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা।
তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তাদের বহনকৃত টমটম অটোরিকশা চালকও অপহৃত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর