
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, সংস্কার না হলে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব পড়বে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।
সোমবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে সময়ক্ষেপণের আশঙ্কায় তারা নির্বাচন কমিশনে আবেদন করে সাক্ষাৎ করেছেন এবং নতুন কমিটির তথ্য জমা দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন এখন জনদাবিতে পরিণত হয়েছে। যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। গত ১৬ বছরে জমে থাকা রাজনৈতিক ‘আবর্জনা’ পরিষ্কার করতে হবে। তাহলেই একটি প্রকৃত ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, যারা ডিসেম্বর বলছেন বা যারা জুন বলছেন দুটোর ব্যবধান খুব বেশি নয়। তবে এর আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, সংস্কার না হলে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব পড়বে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। যথাযথ সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর