
ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব(৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আবদুর রর ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক।
সাবেক ইউপি সদস্য রজলুর রহমান জানান, নিহত আবদুর রব দুপুরে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। পথের মধ্যেই আত্মীয়ের বাড়ির দরজায় গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে পথচারীরা দেখে স্বজনদের খবর দিলে তার নিহতের মরদেহ উদ্ধার করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর