
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনে অকুতোভয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কিশোরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ সরকারী কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ফয়সাল তাদের সঞ্চালনা ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জোবাইদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক, কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সম্রাট প্রমুখ। মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর