
নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিংড়া পৌরসভার উপজেলা চত্বর থেকে বাসস্ট্যান্ড হয়ে চলনবিল গেইট পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া রায়হান কবির বলেন, সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত করছি। পৌর শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে।
এদিকে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে ইতিমধ্যে নিয়মভঙ্গ কারী কৃষান হোন্ডা শোরুমকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে ইউএনও আরো বলেন, পৌর শহর থেকে সব ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর