
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক সময়ের কাগজ সম্পাদক আবু বকর সিদ্দীককে সভাপতি ও এইমাত্র ডটকমের সম্পাদক রনজক রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পল্টনে কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন তাদের নাম ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য বাংলা), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টি ফোর), যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যু গা ন্ত র), সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জ ন ক ণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু (এটি এন নিউজ) হয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন, আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছ রাঙা), মাহমুদুল কবির চঞ্চল (দীপ্ত টেলিভিশন), মো. জাহিদুজ্জামান (দেশ টিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বি টি ভি), জহির মুন্না (চ্যা নে ল আ ই), সাবিনা ইয়াসমিন (প্র থ ম আ লো)।
নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ২১ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর