
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিভারাইন কোম্পানি (আরবিজি)।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার নিজামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বকচর এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকালে ৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৪ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও পুত্র দেবরাজ সরকার (০৮), পাইকগাছা উপজেলার শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার সুইটি ইসলাম (২২)।
তারা জানান, ভালো চাকরি ও অন্যান্য সুবিধার প্রলোভনে তাদের শ্যামনগর নিয়ে আসেন শৈলখালী গ্রামের মামুন (৩২) ও আইজুল (৩৮)।
একই দিন বিকেলে কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুবক্কর সিদ্দিকীর নেতৃত্বে সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও ৬ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ৫০০ ভারতীয় রুপি এবং ২৪০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বাগেরহাটের মোংলার নুর নাহার (৪০), তার ছেলে রাজ সিকদার (১৪) ও মেয়ে ইশা মনি (০৩), রহিদুরের মেয়ে সোহানা (০৭), নাটোরের লালপুর উপজেলার শামীম আহমেদ (৪০) এবং নীলা মল্লিক (৩২)।
এ বিষয়ে আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ (ট্যাজ), বিসিজিএম, পিসিজিএম এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর এবং পলাতক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর