
বরগুনা জেলার সব সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ আদেশ দেন।
জানা যায়, বরগুনা জেলার বেতাগী পৌরসভা এলাকার সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায়ের জন্য বেতাগী পৌরসভার প্রশাসক মো. খোকন হাওলাদার বাংলা ১৪৩২ সনের জন্য পৌর টেম্পো স্ট্যান্ডের ইজারা দেন। কিন্তু সেখানে অন্য লোকজন জোরপূর্বক টোল আদায় করছেন। এই অভিযোগে ইজারাদার মো. খোকন হাওলাদার বরগুনার দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার শুনানির পর আদালত নিশ্চিত হন যে, সম্পূর্ণ অবৈধভাবে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আদালত এই বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জানাতে নির্দেশ দেন, কোন আইন বা কর্তৃত্বের আওতায় পৌর প্রশাসক এবং বেতাগী উপজেলা নির্বাহী অফিসার এ ধরনের টোল আদায়ের জন্য টেম্পো স্ট্যান্ড ইজারা দিয়েছেন।
আদালত আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, হাইকোর্ট বিভাগের আদেশের পরও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় পৌরসভার টোলের নামে টার্মিনাল ছাড়াও সড়ক ও মহাসড়ক থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এ মামলার কাগজপত্র পর্যালোচনায়ও বেতাগী পৌরসভার নামে অবৈধ টোল আদায়ের তথ্য পাওয়া যায়। আদালত এ বিষয়ে বলেন, হাইকোর্ট এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা সত্ত্বেও সড়ক থেকে টোল আদায় অব্যাহত থাকায় প্রশাসক, বেতাগী পৌরসভাকে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের নজরে আনা হবে, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, বরগুনা জেলার আর কোনো সড়ক ও মহাসড়ক থেকে টোল আদায় করা হচ্ছে কি না, তা লিখিতভাবে আদালতকে অবগত করার জন্য সকল পৌরসভার প্রশাসক এবং অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্যই, বরগুনা জেলার সব পৌরসভাকে টোল আদায় বন্ধে পুনরায় নির্দেশনা প্রদান এবং আদালতকে অবগত করার জন্য স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরগুনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এর আগেও টার্মিনাল ছাড়া সব সড়ক ও মহাসড়ক থেকে টোলের নামে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা দিয়েছিল।
সর্বশেষ খবর