
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন নকল করতে বাধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ এপ্রিল ২০২৫) গণিত বিষয়ের পরীক্ষা শেষে কেন্দ্রের গেটের সামনে।
ভুক্তভোগী শিক্ষক ও ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শামছুল ইসলাম জানান, তিনি চরজিথর কেন্দ্রের ৫ নম্বর কক্ষে এসএসসি গণিত পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে নকল করার চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্রের গেটের বাইরে তার পিছু নেয় এবং লাঞ্ছিত করার উদ্দেশ্যে ধাওয়া করে। আতঙ্কে তিনি দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে তিনি বিষয়টি কেন্দ্র সচিব ও হল সুপারকে অবহিত করেন। পরে উপজেলা একাডেমিক সুপারভাইজারের পরামর্শে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এদিকে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চিহ্নিত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ খবর