
সাতক্ষীরার শ্যামনগরে নকিপুর গ্রামে এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় হাসুয়া ও রামদা উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার নকিপুর গ্রামের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী বাড়ির উঠানে সংলগ্ন বিল্লাল গাজীর পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া ৪ পিস রামদা উদ্ধার করে।
গত একদিন আগে ২০ এপ্রিল একই এলাকার কালিগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিচ হাসুয়া উদ্ধার হয়।
বিল্লাল হোসেনের স্ত্রী সুফিয়া সকালে পুকুর পাড়ে কাজ করার সময় বস্তার ভিতরে এগুলো রক্ষিত অবস্থায় দেখতে পায়। এসময় বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের উপজেলা শাখার সভাপতি গাজী মোকছেদ আলী বোন রাশিদা খাতুন কে জানালে তার ছেলে আব্দুর রশিদ নান্টু শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দেয়।
এ ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দূর চিন্তায় দিশেহারা। ওই এলাকার এক নারী মঞ্জুয়ারা বলছিলেন, এদের কাছে কতটা অস্ত্র আছে গত পরশুদিন পেল এক বস্তা আজকে আবার এক বস্তা আর কতটা অস্ত্র আছে। এইজন্য সাবের মিস্ত্রি, রহমত আলী ওর বাপ মোকছেদ আলী এমনকি মোকছেদের দুই মেয়ে মুসলিমা ও আসমা এলাকার মানুষের সাথে দূর ছাই ব্যবহার করতেন। কাউকে মানুষ বলে মূল্যায়ন করতেন না।
তাদের অত্যাচার থেকে রক্ষা পায়নি পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী। তৎকালীন সময়ে মাসুদের বাড়ির পাশে শ্যামনগর থানার এক পুলিশ অফিসার ভাড়া থাকতো তাকেও ছাড় দেইনি এই পরিবার।
সে সময় তাদের কিছু হয়নি সাবের বলতো আমি এমপির বৌয়ের নামে বাড়ি বানিয়েছি "রওজা ভিলা" আমার তারা জামাই এর মত দেখে। জানা গেছে সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের স্ত্রীর নাম ফাতেমা হায়দার রওজা।
আওয়ামী লীগের শাসনামলে এই অবৈধ অস্ত্র নিয়ে মহড়া করে এলাকায় ত্রাসের সৃষ্টি করতো জগলুল হায়দারের পালিত জামাই সাবের মিস্ত্রী। সেগুলো উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পরিত্যক্ত অবস্থায় হাসুয়া উদ্ধার হয়েছে। এ বিষয় তথ্য অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর