
চলতি দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ এক শিক্ষকসহ দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। বিষয়টি মঙ্গলবার বেলা তিনটার দিকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল বড়ভিটা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম (৩২) ও বড়ভিটা ফাজিল মাদ্রাসার আলিমের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান (১৮)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার বড়ভিটা ফাজিল মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই মোবাইলের হোয়াটসএ্যাপে ফাঁসকৃত প্রশ্ন দেখছিল রোকনুজ্জামান ও মোজাহিদুল ইসলাম।
এসময় স্থানীয় একজন সাংবাদিক তা দেখে ফেলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন এবং মোবাইলটি ওই সাংবাদিক নিজ হেফাজতে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন। পরবর্তীতে বিকালে উপজেলা নির্বাহী অফিসার তার অফিস কক্ষে বড়ভিটা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম ও বড়ভিটা ফাজিল মাদ্রাসার আলিমের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করে। তাদেরকে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ মোজাফ্ফর হোসেন বাদী হয়ে আটককৃত আসামিসহ অজ্ঞাতনামা আসামীর যোগসাজশে পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ এর অপরাধে একটি মামলা দায়ের করেন।
মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ মোজাফ্ফর হোসেন জানান- আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান, জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন ফাঁদের কথা স্বীকার করে। ওই দু’জনকে পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামী দু’জনকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর