
সুনামগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে মালিক বিহীন ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০লাখ টাকার বেশি হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর উপজেলার সুরমা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় পণ্য গুলো হলো, ভারতীয় বেটনো বিটসি, হোয়াই টিটোন, পন্ডস ব্রাইট ক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ সর্বমোট ৬ হাজার ১শত ৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১শত ৭০ প্যাকেট বিস্কুট। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ১২ হাজার ৯শত ২০ টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি)এর সাথে ৭ জন বিজিবি সদস্য অংশ গ্রহণ করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রমও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর