
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর পানিতে ডুবে চার বছরের ফাতেমা খানম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে। মৃত ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এসময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা ও স্থানীয়রা খোজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ফাতেমাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল হাসনাত জানান,‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর