
রক্ত ঝরছেই চট্টগ্রামের রাউজানে। দুই দিনের মাথায় মুহাম্মদ ইব্রাহিম (৩০) নামের আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পূর্ব রাউজানের গাজীপাড়া গ্রামের বাজারের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
খুনের শিকার মো. ইবরাহীম (২৬) নামে ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জানা যায়, তিনটি অটোরিকশায় করে ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথায় ও বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাবা মুহাম্মদ আলম ও চাচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল হালিমকে লক্ষ্য করেও গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গায়ে গুলি না লাগলেও পালাতে গিয়ে পড়ে তারা আহত হয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রাউজানের শীর্ষ সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ইবরাহীমের মাথার পেছনে গুলি লেগেছে। সে আগে ছাত্রদল করত। এখন কি করে সেটা স্পষ্ট বলতে না পারলেও সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।’
আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও যতটুকু জানতে পেরেছি বিএনপির অন্তঃকোন্দলে এ ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছি। এ ঘটনায় আরও এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকেও চমেকে পাঠানো হয়েছে।’
এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মীকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছিল। তিনিও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর