
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে৷ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কক্সবাজার-উখিয়া সড়কের উপজেলার রাজাপালং আলিমুড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য, উপজেলার রাজাপালং ইউনিয়ন উত্তর পুকুরিয়া মকবুল হোসেন মিন্সির ছেলে মহিউদ্দিন মুন্সি(৬০)।
নিকটাত্মীয় মোহাম্মদ আরমান জানান, বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে উখিয়া রেজিস্ট্রার অফিসে যাওয়ার সময় আলিমুড়া এলাকায় মিনিট্রাক(ছারপোকা)'র সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহিউদ্দিন মুন্সিকে মৃত ঘোষণা করেন৷
শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় সড়ক রাজাপালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে৷ বাসটি চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছেন৷ এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর