
মাদক সেবনে বাধা দেয়ায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের রাথুরা আদর্শ গ্রামের একই সময়ে ৩টি স্পটে অগ্নিসংযোগ করেছে মাদকসেবীরা।
গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে মাদকসেবীরা এ তাণ্ডব লীলা চালায়। অগ্নিসংযোগের এ দৃশ্য দেখার পর ওই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই এলাকার ইউপি সদস্য সাবুর ভাই আউলাদসহ আরও কয়েকজন মাদকসেবী দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন ঘরে ঢুকে মাদক সেবন করে আসছে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দিযতে থাকেন। গতকাল দেশীয় অস্ত্রসহ নিয়ে হুমকি ধামকি দেন ও আগুন ধরিয়ে এলাকা পুড়িয়ে ফেলার হুমকি দেন।
তারপর রাত ১০ টার দিকে একই এলাকার ৩টি স্পটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর