
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। তারা আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগে পড়ছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চীনের ইউনান, ইউনান মিনজু এবং বেইজিং ফরেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। এসব এমওইউ এবং চীন সরকারের বৃত্তির আওতায় এবার ঢাবির ১৮ শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য গেছেন, যা আগের বছর ছিল ৭ জন।
সম্প্রতি ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ চীনের ইউনান পিকিং ক্যান্সার হাসপাতাল এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি নতুন এমওইউ সই করেছে।
চীনা শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ১০ কক্ষবিশিষ্ট একটি ব্লক তৈরি করা হয়েছে। পাশাপাশি, চীন সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্টে আরও চীনা শিক্ষার্থী পড়তে আসতে আগ্রহ দেখিয়েছে। প্রফেশনাল মাস্টার্স কোর্সে তাদের আগ্রহের কারণে নতুন কিছু এমওইউ সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা ও সংস্কৃতি বিনিময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে ভাষাশিক্ষার পাশাপাশি চীনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে।
সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীন সফরে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ প্রসারে আলোচনা করেন। গত ১৯ এপ্রিল ঢাবি সফর করে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এসময় একাডেমিক বিনিময় সভার মাধ্যমে উভয় দেশের সহযোগিতা আরও দৃঢ় হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর