
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের নিয়ে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যার মূল লক্ষ্য কৃষিবিদ ও কৃষি ডিপ্লোমাধারীদের মধ্যে চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
মঙ্গলবার (২২ এপ্রিল) কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান স্বাক্ষরিত কমিটি তালিকা প্রকাশ করা হয়। তিনিই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ ও ড. মো. তোফাজ্জল হোসেন হাওলাদার, এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ আর রাফি। সদস্য-সচিব হিসেবে রয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান।
কমিটির আহ্বায়ক ড. জি.এম. মুজিবুর রহমান বলেন, “ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের সাথে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি দুঃখজনক। আমরা কৃষিবিদদের পক্ষ থেকে এর নিন্দা জানাচ্ছি। কৃষি শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষকবৃন্দ সবসময় কৃষিবিদদের ন্যায্য দাবিতে পাশে আছি। কৃষিবিদদের কোনো অবমাননা আমরা বরদাশত করব না এবং সরকার যেন এই সমস্যার একটি সম্মানজনক সমাধান দেয়-আমরা সেই প্রত্যাশাই করি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর