
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার সদস্য সচিব মোঃ শাফায়েত উল্লাহ। লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আঃ রহমান।
এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিগত দিনে স্মরণসভা, দোয়া মাহফিল,দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। সংগঠনের নিজস্ব তহবিল ও সরকারি অনুদান থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে এ সকল কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
তিনি জানান, সরকারি বিধি মোতাবেক আবেদন করে বিভিন্ন সময়ে ৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে। যা যথাযথ নিয়ম মেনে ব্যয় করা হয়েছে। যার সকল হিসাব সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জন্য সরকারি অনুদানের আবেদন নিয়ে আমাদের কাছে আসলে এবং সেটা সঠিক মনে হলে আমরা তাতে সুপারিশ করেছি মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ মেট্রিক টন চাল এর যে বিষয়টি আলোচনা এসেছে তার মধ্যে ৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে এবং তার যথাযথ নিয়ম মেনে ব্যয় করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ আমিনুর ইসলাম রানা, সদস্য মোঃ শুভ মোল্যা, সদর উপজেলা সংগঠক মোঃ শাহারুল আলম, সদস্য নাইম সিকদারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর