
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা ও একাধিক ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচা এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের দায়ে ইউসুফ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের একটি দল অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর