
ঈদের আগে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার পর ঈদের পরেও দেশের প্রবাসী আয়ের ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই দেশে এসেছে প্রায় ১.৯৬ বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ) ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এই রেমিট্যান্স বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৯৮৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মানে প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৩৬ লাখ ডলারের বেশি, যা টাকায় প্রায় ১ হাজার ১৪২ কোটি টাকা।
গত বছরের একই সময়ের (২০২৪ সালের এপ্রিলের প্রথম ২১ দিন) তুলনায় রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৫৭ কোটি ডলার, যা প্রায় ৪১ শতাংশ বেশি। সে সময় রেমিট্যান্স এসেছিল ১৩৯ কোটি ৭০ লাখ ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাস ২১ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার। আর আগের অর্থবছর (২০২৩-২৪) একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫২৮ কোটি ডলার, যা ২৯ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এ ধরনের ইতিবাচক প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনে দিতে পারে। পাশাপাশি এটি অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর