
আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ‘মে দিবস’ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ মে (বৃহস্পতিবার) মে দিবসে সাধারণ ছুটি নির্ধারিত আছে। এরপরের দুই দিন—শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি হওয়ায় কর্মব্যস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা তিন দিনের বিশ্রাম।
বিশ্বব্যাপী ১ মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে শ্রমিক সংগঠনগুলো র্যালি, সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের দাবি ও ঐক্যের বার্তা তুলে ধরে।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মে দিবস সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়। এটি শুধু একটি স্মরণীয় দিনই নয়, বরং শ্রমিকদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ইতিহাসের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
উল্লেখ্য, এর আগে চলতি মাসেই ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা নয় দিনের ছুটি উপভোগ করেন। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই মে দিবসের এই সংযুক্ত ছুটি কর্মজীবীদের মাঝে বাড়তি স্বস্তি এনে দিচ্ছে।
সর্বশেষ খবর