
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। সর্বশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) একদিনেই ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। এতে করে চলমান এই সহিংসতায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬০ জনে।
বুধবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলার অংশ হিসেবে গাজা শহরের আল-ডোরা শিশু হাসপাতালেও আঘাত হানে ইসরায়েলি সেনারা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
দীর্ঘ সাত মাস ধরে চলমান এই যুদ্ধের কারণে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঘরবাড়ি ধ্বংস হওয়ায় লাখো মানুষ শরণার্থীশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খাদ্য, পানি, ওষুধসহ ন্যূনতম মানবিক সহায়তারও চরম সংকট দেখা দিয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর