
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আফজাল নগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে চিহ্নিত বালু ব্যবসায়ী ও কথিত প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফে মামুন ও তার পরিবার।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কামারখন্দ উপজেলার কাটাখালি বাজার সংলগ্ন দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শানে খোদা অভিযোগ করেন, তার বাবা জীবিত থাকা অবস্থায় মাজার, মসজিদ ও মার্কেট স্থাপন করেন। কিন্তু মৃত্যুর প্রায় তিন বছর পর এলাকার লম্পট ও চরিত্রহীন ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল আলীম তার মা কাজল রেখাকে নানা প্রলোভনে ফেলে নগদ ২০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান এবং পরে তাকে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই আলীম নিজেকে দরবারের খাদেম দাবি করে পিতার স্থাপিত সম্পত্তি দখলের ষড়যন্ত্র শুরু করেন। তিনি বলেন, “আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার ছোট ভাই কুদরতউল্লাহকে দরবারের খাদেম হিসেবে ওসিয়ত করে গেছেন। অথচ আব্দুল আলীম নিজেকে জোরপূর্বক খাদেম হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া।”
তিনি আরও জানান, তাদের পরিবারের আটজন সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে। আব্দুল আলীম তার নিজস্ব লোকজন ও গুন্ডাবাহিনী দিয়ে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মামুন।
সংবাদ সম্মেলনে মামুন প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মামুনের চাচাতো ভাই বেল্লা হোসেন, রিপন শেখ, গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বি আব্দুল হাই এবং দরবার শরীফের ভক্তবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর