
সাতক্ষীরার তালা উপজেলায় কা লের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এই দণ্ডাদেশ দেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘সাতক্ষীরা সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্র থম আলো-এর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী এবং সঞ্চালনায় ছিলেন ই ন্ডিপেন্ডেন্ট টিভি-এর সাংবাদিক আবুল কাশেম।
বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, আরটিভি-এর রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভি-এর শরীফুল্লাহ কায়সার সুমন, বাং লাভিশন-এর আসাদুজ্জামান, দী প্ত টিভি-এর রঘুনাথ খাঁ, এখন টিভি-এর আহসানুর রহমান রাজিব, ডি বিসি-এর এম বেলাল হোসাইন এবং মানবজমিন-এর এসএম বিপ্লব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্য সংগ্রহ ও অনিয়ম প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে অনিয়মের তথ্য জানতে গেলে সাংবাদিক টিপুকে বাধার মুখে পড়তে হয়। পরবর্তীতে স্থানীয়দের স্বাক্ষ্যের ভিত্তিতে এবং ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে একতরফা রায় দেন ইউএনও শেখ মো. রাসেল।
তারা আরও বলেন, একজন সাংবাদিককে দোষী সাব্যস্ত করে এভাবে কারাদণ্ড দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক টিপুর মুক্তির দাবি জানান তারা। একইসঙ্গে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সর্বশেষ খবর