
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে যবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে যশোর-চৌগাছা সড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম মাসুদের পদত্যাগ দাবি করেন। স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—“ভিসি মাসুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “দালাল ভিসির বিদায় চাই”, “কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “আপস নয় সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম” প্রভৃতি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। তারা বলেন, “যারা জুলাই আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আজ তারাই নিজেদের অধিকার আদায়ে অনশন করতে বাধ্য হচ্ছে। দীর্ঘ অনশনে অনেকের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সদর্থক উদ্যোগ নিচ্ছে না।”
শিক্ষার্থীরা বলেন, “আমরা এমন একজন উপাচার্য চাই না, যিনি শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করতে চান। অবিলম্বে কুয়েটের উপাচার্যকে অপসারণ করতে হবে। দাবি মানা না হলে আমরা ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচি গ্রহণ করব এবং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।”
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর