
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টা থেকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় শুরু হওয়া উত্তেজনা দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তারা ব্যাটারিচালিত যানবাহন জব্দ ও চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চালকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় চালকরা এলাকা ত্যাগ করেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে রাখায় আমরা তাদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, “আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। তবে বিগত কয়েকদিনে কয়েক হাজার ব্যাটারি রিকশা ও ইজিবাইক জব্দ করা হয়েছে, যা শ্রমজীবী মানুষের জীবিকায় বড় আঘাত। নীতিমালা ছাড়াই চলমান এই অভিযান বন্ধ হওয়া উচিত।”
স্থানীয় সূত্র জানায়, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকা চালকরা অবশেষে রাস্তায় নেমে পড়েন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে স্থায়ী সমাধান এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন চালক ও সাধারণ মানুষ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর