
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই অনশনে বসেন সমন্বয়ক এস এম সুইট। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন শিক্ষার্থী অনশনে যোগ দেন।
এসময় তারা কুয়েট উপাচার্যের অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানান। এছাড়া পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা৷
অনশনরত শিক্ষার্থীরা বলেন, কুয়েটের উপাচার্য তার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছেন। শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। অথচ এখন তিনি শিক্ষার্থীদের ওপরেই নানারকম জুলুম নিপীড়িত শুরু করেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি ভ্রুক্ষেপহীন।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিটি সংহতি জানিয়ে অনশনে বসেছি। আমরা অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগ চাই। এই উপাচার্য যতক্ষণ না পদত্যাগ করবেন ততক্ষণ আমাদের কর্মসূচি চলমান থাকবে।
উল্লেখ্য, কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের একদফা দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর