
বগুড়ার ধুনট উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাজেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত হাজেরা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাজেরা খাতুন ও তার ছেলে বিদ্যুৎ হোসেন এবং ছেলের বউ শিল্পী খাতুন মঙ্গলবার নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়। স্বজনরা হাজেরা খাতুন ও শিল্পী খাতুনকে বুধবার সকালে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা খাতুনের মৃত্যু হয়। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত বিদ্যুৎ হোসেনকে স্থানীয় ডাক্তার খানায় চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের বউ-শাশুড়ি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি মারা গেছেন এবং বউ চিকিৎসাধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর