
তীব্র গরম পড়তে শুরু করেছে বগুড়ায়। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার বিকেল ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাহীদুজ্জামান সরকার ।
তিনি বলেন, বগুড়ায় শুক্রবার বিকেল ৩টার দিকে ৩৮দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী দিনগুলোতে গরমের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর