
বগুড়ার মহাস্থান স্থলবন্দর এলাকায় একটি লরি উল্টে কনটেইনার থেকে ফার্নেস অয়েল রাস্তায় ছড়িয়ে পড়ায় বগুড়া-রংপুর মহাসড়কের প্রায় এক কিলোমিটার অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জান জানান, চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওগামী একটি লরির চাকা ফেটে গেলে গোকুল হলবন্দর এলাকায় সেটি উল্টে যায়। এতে কনটেইনার থেকে বিপুল পরিমাণ ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে এবং যানবাহনের চাপে তা এক কিলোমিটার সড়কে ছড়িয়ে পড়ে, ফলে পিচ নষ্ট হয়ে যায়।
ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলের মূল অংশে যান চলাচল বন্ধ করে দিয়ে পাশের ছোট দুটি লেন দিয়ে সাময়িক চলাচলের ব্যবস্থা করে। গুরুতর আহত লরিচালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মাণাধীন মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো ইন্টারন্যাশনালের প্রকৌশলী কামাল আহমেদ বলেন, “ফার্নেস অয়েল রাস্তায় পড়ে গাড়ির চাপে তা আরও ছড়িয়ে পড়ে। এতে এক কিলোমিটার এলাকাজুড়ে পিচ নষ্ট হয়ে গেছে। পুরো অংশে নতুন করে কার্পেটিং করতে হবে।”
তবে আপাতত বালু ফেলে রাস্তাটি কিছুটা চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর লরিটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর