
আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে চলে যাওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহ শুরু হতে যাচ্ছে আগামী ২৯ এপ্রিল। চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের পুলিশ সপ্তাহ চলবে মাত্র তিন দিন। পূর্বের মতো কোনো আনুষ্ঠানিক দাবি-দাওয়ার পর্ব না থাকলেও, পুলিশ সদস্যরা সরকারের কাছে সুনির্দিষ্ট ৬টি দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
৪০ পুলিশ সদস্য পাচ্ছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের পুলিশ সপ্তাহে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পাচ্ছেন মোট ৪০ জন পুলিশ সদস্য। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারাও।
পুলিশ সংস্কারে বিশেষ উদ্যোগ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাবনা সরকারের কাছে পেশ করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী পুলিশের ভূমিকা ও কাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে।
পুলিশের ৬ দফা দাবি
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে যে ৬টি দাবি তুলে ধরা হবে, তা হলো:
পেশাগত প্রশিক্ষণের আধুনিকায়ন ও মনস্তাত্ত্বিক সহায়তা ইউনিট স্থাপন।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই দাবিগুলো পূরণ হলে পুলিশের পেশাগত মানোন্নয়ন এবং জনআস্থা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর