
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া'র পিতা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়টি সামনে এনেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ‘মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, এটি উপদেষ্টার পিতার নামে এলজিইডি’র তালিকাভুক্ত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স।
সাংবাদিকের তথ্য অনুযায়ী, লাইসেন্সটি চলতি বছরের ১৬ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী কর্তৃক ইস্যু করা হয়।
উপদেষ্টার প্রতিক্রিয়া
বিষয়টি জানতে সাংবাদিক জুলকারনাইন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে, প্রথমে তিনি এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে সময় নিয়ে বিষয়টি যাচাই করে তিনি জানান, লাইসেন্সটি সত্য, তবে তার জ্ঞাতসারে এটি করা হয়নি।
তিনি আরও বলেন, “স্থানীয় এক ঠিকাদার আমার শিক্ষক পিতাকে এই লাইসেন্স করতে প্ররোচিত করেন। তবে এ লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করা হয়নি।”
এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে স্বজনপ্রীতির ইঙ্গিত হিসেবে দেখলেও, উপদেষ্টার দাবি—এটি ব্যক্তিগতভাবে একটি অনাকাঙ্ক্ষিত উদ্যোগ, যার সঙ্গে তিনি জড়িত নন।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর